images

সারাদেশ

কুমিল্লা বোর্ডে এসএসসিতে মেয়েরা এগিয়ে

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৪, ০১:৩৬ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন শিক্ষার্থী। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৬৯৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬ শতাংশ। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ।

Cumilla

ছেলেরদের জিপিএ ৫ এর সংখ্যা ৫ হাজার ২৬৪ এবং মেয়েদের জিপিএ ৫ এর সংখ্যা ৬ হাজার ৮৩৬। জিপিএ ৫ ও পাশের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৪ শতাংশ। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৪৯ শতাংশ।

আরও পড়ুন

কুমিল্লায় এসএসসিতে পাসের হার ৭৯.২৩ শতাংশ

জানা যায়, শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা চলাকালীন ৬২ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে।

প্রতিনিধি/এসএস