images

সারাদেশ

ঝালকাঠিতে দাখিলে এনএস কামিল মাদরাসার পাসের হার ৯৯.২৫ শতাংশ

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৪, ০১:০৯ পিএম

চলতি বছরের দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় পাসের হার ৯৯.২৫ শতাংশ।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টায়  ফলাফল ঘোষণা করেন ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম।

Jhalokathi-1

এ বছর এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগে ২৫১ জন ও বিজ্ঞান বিভাগে ১৪৯ জন মোট ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করেন। যার মধ্যে ২৪৪ জন (A+), ১৪৫ জন A গ্রেড এছাড়া বাকীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম।

jhalokathi

তিনি বলেন, এটি রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় পড়ালেখায় কোনো সমস্যা হয় না। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য আলাদা ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি, টিউটর শিক্ষকের ব্যবস্থা থাকা ও নিয়মিত অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা হয়।

প্রতিনিধি/এসএস