images

সারাদেশ

নাটোরে কৃষকের ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে ভস্মীভূত 

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৪, ১০:৩৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে কৃষকের ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। 

শনিবার (১১ মে) দুপুরে উপজেলার বাগডোব মণ্ডলপাড়া এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: কাপ্তাইয়ে বিদ্যুতের সাবস্টেশনে আগুন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার বাগডোব মণ্ডলপাড়ায় কৃষক নিজাম উদ্দিন তার জমির মরা শিমগাছ আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। এ সময় বাতাসে আগুন পাশের একটি পানবরজে লেগে যায়। 

তখন দমকা বাতাসে মুহূর্তেই পাশাপাশি থাকা অন্তত ২৬টি পানের বরজে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের কোথাও পানি না থাকায় স্থানীয়রা আগুন নেভাতে পারেননি। 

ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা না থাকায় এবং পানির উৎস না থাকায় পাশাপাশি থাকা ২৬ জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে যায়। তখন পানের বরজে জামাত আলী নামে এক শ্রমিক কাজ করার সময় আহত হন।

আরও পড়ুন: শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একরামুল হাসান তুষার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রওনা দেয়। কিন্তু আগুন লাগা পানবরজে পৌঁছানোর রাস্তা না থাকায় দ্রুত ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। ফলে আগুনে প্রায় ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে যায়। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

প্রতিনিধি/ এমইউ