জেলা প্রতিনিধি
১০ মে ২০২৪, ০৩:৩৫ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনিদহ ও বেলা সাড়ে ১১টার দিকে বাঘাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার টোটিয়ারকান্দা গ্রামের সেলিম শেখের স্ত্রী নারগিস বেগম (৩৫) ও শোলাচাপড়ি গ্রামের ভোলা প্রামানিকের ছেলে আরশাদ প্রামানিক (৫৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওদুদ জানান, শুক্রবার সকালে শাহজাদপুর থেকে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ড্রাম ট্রাকটি শাহজাদপুর উপজেলার যুগনিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী পথচারীকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্রাক-মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার যাত্রী আরশাদ প্রামানিক নিহত হয়েছেন।
প্রতিনিধি/ এজে