images

সারাদেশ

দুই নাতনিকে সঙ্গী করে ভোট দিলেন শতবর্ষী হাইতুননেছা

জেলা প্রতিনিধি

০৮ মে ২০২৪, ০২:১২ পিএম

বরিশাল সদর উপজেলার একটি কেন্দ্র ২ নাতির সঙ্গে কেন্দ্রে হেঁটে গিয়ে ভোট দিয়েছেন ১১০ বছর বয়সী বৃদ্ধা হাইতুননেছা।

বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে ৩০ নম্বর চরআইচা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন ওই বৃদ্ধা।

ওই বৃদ্ধা বরিশাল সদর উপজেলার পশ্চিম চরআইচা গ্রামের বাসিন্দা।

বৃদ্ধার নাতনি মৌসুমি বলেন, দাদিকে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছি। সকাল থেকেই তিনি ভোটকেন্দ্রে আসার জন্য খুবই উৎসাহিত ছিলেন। তার এই উৎসাহ দেখে আমিও ভোট দিতে আসলাম। দু জনে এক সঙ্গে কেন্দ্রে এসে আমার খুবই আনন্দ লাগছে।

বৃদ্ধের অপর এক নাতনি তামিমা বলেন, ‘দাদুর বয়স ১১০ বছরই হবে। তার বোনও বেঁচে ছিলেন ১৫০ বছর। আমার দাদু এই বয়সে ভোটকেন্দ্র ভোট দিতে আসছে। এটা দেখে আমি খুবই আনন্দিত।’

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

 

প্রতিনিধি/একেবি