images

সারাদেশ

মেঘনার বুকেই হারিয়ে গেল আলিফ

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৪, ১১:১৮ এএম

images

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দু’দিন ধরে নিখোঁজের পর আলিফ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে নয়টার দিকে হোসেন্দী এলাকার সিটি অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

munshi

নিহত আলিফ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে।

সে চলতি বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

440327952_797027682381770_5417598863069602254_n

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আলিফের বন্ধু আরাফাত হোসেন জানায়, রোববার (৫ মে) আমরা ৯ বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে মেঘনা নদীতে গোসল করতে নামি। আমাদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ সাঁতার জানতো না। আমরা সাতরে কিছুটা দূরে গিয়ে গোসল করছিলাম।

আরও পড়ুন

জাবিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলিফ নদীর কিনারায় ছিল। সে সাতরে আমাদের কাছে আসতে চাইলে স্রোতের তোড়ে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণেও তার কোনো হদিস না পেলে তার পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

mun

গজারিয়ায় থানার ওসি মো. রাজিব খান বলেন, মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস