জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৪, ১১:৪২ এএম
পিরোজপুরে মাহফুজুর রহমান ওরফে মাসুদ (৫৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৪ মে) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি মাহফুজুর রহমান ওরফে মাসুদ জেলার সদর উপজেলার মৃত শামসুর রহমানের ছেলে।
আরও পড়ুন
র্যাব-৮ জানায়, শনিবার সকাল ১০টার দিকে বরিশাল র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার বাসাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০১৭ সালের ৫ নভেম্বর ঢাকার তোপখানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ও কিছু ফেনসিডিলসহ পুলিশ তাকে গ্রেফতার করে। ওই মামলায় তিনি অভিযুক্ত প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এ ছাড়া তার নামে ঢাকার মতিঝিলেও দুটি মাদক মামলা রয়েছে। ওই দুটি মামলায়ও তিনি সাজাপ্রাপ্ত আসামি। এর আগে ওই সব মামলায় জামিন হলে তিনি দীর্ঘ দিন নিজের পরিচয় গোপন রেখে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। ওই সব মামলায় যাবজ্জীবন সাজা হলে র্যাব তাকে ধরতে অভিযানে নামে।
টিবি