জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৪, ১০:২৯ পিএম
পিরোজপুরে তীব্র তাপপ্রবাহের পর একপশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রার সঙ্গে গরমও কিছুটা কমেছে।
শুক্রবার (৩ মে) বিকেল ৪টা ১০ মিনিট থেকে বৃষ্টি প্রথমে গুড়ি গুড়ি শুরু হয়। এরপর কিছু সময় সামান্য থেমে থেমে পুরো এক ঘন্টা ধরে চলতে থাকে।
বৃষ্টিতে সাধারণ মানুষের মধ্যে বেশ স্বস্তি দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন টানা গরমে বেশ অসুস্থতা বোধ হচ্ছিলো। হঠাৎ ঠান্ডা বাতাস আর বৃষ্টি মনে বেশ প্রফুল্লতার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, পিরোজপুরে প্রায় দুই সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়ছে। এর মধ্যে গত ১৬ এপ্রিল তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এরপর তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। তাপমাত্রার পাশাপাশি বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হয়। এই বৃষ্টি সাময়িক স্বস্তি ডেকে আনলেও তা স্থায়ী হয়নি।
প্রতিনিধি/ এজে