জেলা প্রতিনিধি
০২ মে ২০২৪, ০১:৪৮ পিএম
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানখেত থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) সকালে খবর পেয়ে পুলিশ ধানখেতে পড়ে থাকা যুবকের মরদেহটি উদ্ধার করে।
এদিন সকালে ধানখেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশে মাঠে যান। এক প্রান্তের শ্রমিক ধান কাটারা জন্য প্রস্তুতি নিতে থাকেন। এ সময় জমির মালিক ধানখেত পরিদর্শন করার সময় খেতের অপরপ্রান্তে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পান। এ সময় ধানখেতের মালিকের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। যুবকের গলায় ধারালো অস্ত্রের ও রক্তের দাগ দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ খবর পেয়ে যশোর থেকে র্যাব, ডিবি ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মণিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিব কুমার জানান, দুর্বৃত্তরা ওই যুবককে বাইরে থেকে ধরে এনে হত্যা করার পর মৃতদেহ ওই ধানখেতে ফেলে পালিয়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন। তবে পরিচয় শনাক্তের জন্য প্রশাসনের একাধিক টিম কাজ করছে।
প্রতিনিধি/এসএস