images

সারাদেশ

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২২, ০২:১১ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মে) সকালে পৌর এলাকার আদর্শ পাড়ার মাঠ পাড়া নামক স্থানের ৪৭ নম্বর রেলওয়ে পিলারের ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির আইসি শহিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত অবস্থায় তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিচয় শনাক্ত করা গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

টিবি