জেলা প্রতিনিধি
০১ মে ২০২৪, ০৮:২২ এএম
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে জনসংযোগ করার সময় চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এতে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন, তার ছোট ভাই ফজলে হাসান রাব্বি, সমর্থক মো. সেলিম, শেখ নাসিম, কামরুল ইসলাম, সালাউদ্দিন, মো. রতন মিয়া, রনি মিয়াসহ ৭-৮জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজার সংলগ্ন এলাকায় জনসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।
চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন তার কর্মী-সমর্থকদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছি। এ বিষয়ে বিস্তারিত পরে কথা বলব।
এদিকে হামলার বিষয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুল বলেন, কোথাও কোনো হামলার বিষয়ে আমার জানা নেই। আজ সারাদিন কলমাকান্দা শহরে ছিলাম। এ বিষয়ে কেউ কোনো তথ্য আমায় দেয়নি।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, প্রথমে নলছাপরা বাজারে একজন প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে। পরে নাজিরপুর এলাকায় অপর প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এমন অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ৮ মে কলমাকান্দায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর চাচাতো ভাই।
প্রতিনিধি/এসএস