images

সারাদেশ

সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পিএম

images

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মারুফ শেখ (১৮) নামের এক যুবকের নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার তালতলা-নিমতলা সড়কের মৃধাবাড়ি সংলগ্ন আরমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের মো. ইউনুস শেখের ছেলে জানিয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মারুফ দুপুরে বাসায় খেয়ে তার বাবার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে তালতলা বাজারে তাদের দোকানে যাচ্ছিল। কিভাবে এ ঘটনা ঘটলো তা কেউ দেখেনি। বিকট শব্দ শুনে কাছাকাছি লোকজন এসে নিহতের মরদেহ রাস্তায় পড়ে আছে দেখতে পায়। তবে মোটরসাইকেল ও ভাতের টিফিন বক্সের কোনো ক্ষতি হয়নি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

প্রতিনিধি/এজে