images

সারাদেশ

মানিকগঞ্জে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম

মানিকগঞ্জে তীব্র দাবদাহ চলছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে সেখানে তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সোমবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের আরিচা ঘাটের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম বেলা ৪টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তীব্র দাবদাহে শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে। তবে তীব্র এই তাপপ্রবাহে থেমে থাকেনি শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন। তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে আসছেন জেলা সদর হাসপাতালে।

মানিকগঞ্জের সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র তাপপ্রবাহের জন্য অসুস্থ হয়ে প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। এর মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। 

আরিচা ঘাটের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম বলেন, গত ২৫ এপ্রিল মানিকগঞ্জে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ সোমবার অতীতের সব রেকর্ড ভেঙে জেলার তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান বলেন, এই তীব্র তাপপ্রবাহে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে বের না হয়। জীবিকার তাগিদে যারা বের হবেন, তারা যেন সাদা রঙের কাপড় বা হালকা রঙের পাতলা কাপড় পরেন। মাথার ওপরে ছাতা বা টুপি যেন থাকে। এছাড়া রাস্তায় বের হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে নিকটতম হাসপাতালে যাবেন।

প্রতিনিধি/ এমইউ