images

সারাদেশ

ধামরাইয়ে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী তীব্র দাবদাহ মোকাবিলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর শাখার সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে সোমবার (২৯ এপ্রিল) সকালে ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নটির আরও বেশ কয়েকটি স্থানে প্রায় সহস্রাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

 

এসময় ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু বলেন, সম্প্রতি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কেন্দ্রীয় ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে। এরই অংশ হিসেবে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ ইউনিট পুরো উপজেলা জুড়েই বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করছি। আমিও আমার ব্যক্তিগত উদ্যোগে রোয়াইল ইউনিয়নে আজকে প্রায় একহাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেছি। আশা করি, এসকল গাছ রোপণের মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। তবে শুধু গাছের চারা লাগানোর পরেই দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। এসব চারা যেন নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে সেটির জন্য যথাযথ পরিচর্যার বিষয়টিও তদারকি করতে হবে।

উল্লেখ্য, পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের।

প্রতিনিধি/টিবি