images

সারাদেশ

ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৪, ০১:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভুইয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।

আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই।

ওসি আসাদুল ইসলাম জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে এর থেকে সীমান্ত ২০০/৩০০ গজ দূরত্ব হবে। তবে এটি সীমান্ত সংক্রান্ত কোনো ঘটনা নয়। নিহতের পায়ের নিচে এবং কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো কিসের তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে, তা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। আজ রোববার (২৮ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি