images

সারাদেশ

৩ দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম

৩ দিন বন্ধের পর দেশের উত্তরের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি পুণরায় শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ শনিবার (২৭ এপ্রিল) সকালে আমদানি রফতানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের কারণে দার্জিলিং এর জেলা ম্যাজিস্ট্রট ডা. প্রীতি গোয়াল এর স্বাক্ষরিত এক চিঠিতে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন আমদানি রফতানি বন্ধ রাখার কথা জানানো হয়। ৩ দিন বন্ধের পর আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে পুণরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।  

আবুল কালাম আজাদ জানান, ভারতের লোকসভা নির্বাচন দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে গত ২৪ এপ্রিল বুধবার থেকে ২৬ এপ্রিল শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ থাকে। আজ ২৭ এপ্রিল (শনিবার) সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুণরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ সকাল থেকে পুণরায় চালু হয়েছে।

প্রতিনিধি/টিবি