images

সারাদেশ

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পিএম

সারাদেশের মতো রাজবাড়ীতেও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার  (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের যুব আলেম ঐক্য পরিষদের উদ্যোগে পশ্চিম বৃচাত্রা (বাবলুর মোড়) জামে মসজিদ সংলগ্ন মাঠে এই নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে প্রায় ৪ শতাধিক মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর রসূলপুর মাদরাসার শায়েখুল হাদিস হাফেজ মাওলানা নূর হুসাইন।

নামাজ পড়তে আসা মো. শফিকুল হোসেন বলেন, সারাদেশ অসহনীয় গরম পড়েছে। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। নামাজে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

আরেক মুসল্লি শাহজাহান বলেন, খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। টিউবওয়েলে পানি উঠছে না। আমরা আজ এসেছি বৃষ্টির জন্য নামাজ আদায় করতে।

প্রতিনিধি/টিবি