images

সারাদেশ

নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৪, ০১:৫০ পিএম

সারা দেশের মতো অনাবৃষ্টি ও দাবদাহে পুড়ছে নরসিংদী। তাই বৃষ্টির জন্য হাহাকার জেলাজুড়ে। বৃষ্টির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে, আমের গুটি ঝড়ে পড়ছে। বৃষ্টি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে নরসিংদীতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।  

বুধবার (২৪ এপ্রিল) জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা সংলগ্ন গাবতলি ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।

হযরত মাওলানা আব্দুল লতিফ খান সালাতের ইমামতি করেন এবং বৃষ্টির জন্য উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন।

স্থানীয় লোকজন আগ্রহের সঙ্গে বৃষ্টির জন্য নামাজে অংশগ্রহণ করেন। এ সময় মুসল্লিরা নিজেদের পাপের জন্য তাওবা করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন।

এছাড়াও, নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখার আয়োজনে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়েছে।

দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় মাধবদী এসপি স্কুলের মাঠে বৃষ্টি প্রার্থনা তথা ইসতিসকার নামাজের আয়োজন করা হয়।

Screenshot_20240424-131553-873

সালাতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা মো. আমিনুল ইসলাম।

এ সময় মাধবদী শহর শাখার সেক্রেটারি মো. মোয়াজ্জেম হোসেনসহ দলটির মাধবদী থানা শাখা, মাধবদী শহর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও দলমত নির্বিশেষে সকল মুসল্লিরা সালাতে অংশগ্রহণ করেন। সালাত শেষে খোতবা প্রদানের পর দুই হাত ওপরে তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়।

আরও পড়ুন

বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ

বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে। বৃষ্টির দেখা যাচ্ছে না। সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই সালাত আদায় করে মুসল্লিরা।

 নামাজে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

প্রতিনিধি/এসএস