জেলা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ০৭:১৯ এএম
শেরপুরের ঝিনাইগাতীতে চলমান তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মো. আল আমিন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
আল আমিন একই এলাকার কৃষক ফরজ আলীর ছেলে। তার পরিবারের দাবি, হিট স্ট্রোকে আল আমিনের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানান, আল আমিন কৃষিকাজের পাশাপাশি ইজিবাইক চালাতেন। চলতি বোরো মৌসুমে মঙ্গলবার সকালে নিজের ধান খেতে শ্রমিক নিয়ে ধান কাটার কাজ করছিলেন তিনি। দুপুরের দিকে শ্রমিকদের খাবার নিতে বাড়িতে এলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএমও ডা. খায়রুল কবীর সুমন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
প্রতিনিধি/টিবি