images

সারাদেশ

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫০ এএম

পারিবারিক কলহের জেরে গাজীপুরের শ্রীপুরে আজিদা বেগমকে (৩৮) নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনার নিহতের স্বামী ও তার সহযোগীকে কুমিল্লা ও গাজীপুরের আলাদা স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- প্রধান আসামি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার উনমান্দি গ্রামের ইব্রাহীমের ছেলে মো. ইদ্রিস মিয়া (৫৫) ও সহযোগী একই জেলার সদর থানার জামাদি গ্রামের আরশ আলীর ছেলে রহমত আলী (৫৫)।

র‌্যাব কর্মকর্তা বলেন, গত ২১ এপ্রিল শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের বাবুলের ভাড়া বাড়ির টিনের ঘর থেকে ভুক্তভোগী আজিদা বেগমের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছোট ভাই মোস্তফা বাদী হয়ে থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

IMG-20240423-WA0002

এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি ইদ্রিস মিয়াকে কুমিল্লা জেলার বলেশ্বর এলাকা থেকে গ্রেফতা করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে সহযোগী রহমত আলীকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, আট বছর আগে ইদ্রিস মিয়া এবং ভুক্তভোগী আজিদা বেগম দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাদের মাঝে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ হতো। এর জেরে  ইদ্রিস মিয়া ভুক্তভোগীকে হত্যার পরিকল্পনা করেন।  পরিকল্পনা অনুযায়ী গত ২০ এপ্রিল রাতে ইদ্রিস মিয়া ও সহযোগী আসামি রহমত আলী ভুক্তভোগী আজিদা বেগমের ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে আজিদা বেগমকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে গলা কেটে ও সহযোগী আসামি মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে ঘরের দরজায় তালা দিয়ে  দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত ছিল বলে স্বীকার করেছে।

প্রতিনিধি/এসএস