জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় জাকির হোসেন নামে এক কলেজছাত্রকে খুনের মামলার আসামি মহন আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সীমান্তবর্তী চকমহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহন আলী উপজেলার চকমহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
আরও পড়ুন: দিনদুপুরে ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান মেরামতের জন্য মহন আলী পার্শ্ববর্তী বাঘা উপজেলার খাগড়বাড়িয়া বাজারে যান। পরে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই মৃত্যু হয় মহনের।
আরও জানা গেছে, গত ২০২১ সালে (১১ জুলাই) নাটোরের বাগাতিপাড়া উপজেলার সীমান্তবর্তী রাজশাহী বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিপুরে জাকির হোসেন নামে এক অর্নাসের ছাত্র ছুরিকাঘাতে নিহত হন। তিনি ওই এলাকার খাগড়বাড়িয়া গ্রামের মহির উদ্দিন মাস্টারের ছেলে। মহন আলী ওই হত্যাকাণ্ডের আসামি ছিলেন।
আরও পড়ুন: মাদকাসক্ত বাবার মারধরে প্রাণ গেল শিশু জান্নাতের
বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যার শিকার মহন একটি হত্যা মামলার আসামি ছিলেন। এ ঘটনায় নিহতের মামা একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/ এমইউ