জেলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৭ এএম
শরীয়তপুরে ভ্যানগাড়ি খাদে পড়ে নিরব মাদবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের চর চিকন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিরব মাদবর চিকন্দী ইউনিয়নের আবুড়া এলাকার ইসহাক মাদবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে এক আত্মীয়ের বিয়েতে অংশগ্রহণ করতে ব্যাটারিচালিত অটোভ্যানে করে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়ি আবুড়া হতে জাজিরা উপজেলার গঙ্গানগর এলাকায় যাচ্ছিল নিরব। এ সময় তারা চর চিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানকে সাইড দিতে গেলে খাদে পড়ে যায় তাদের ভ্যানটি। এতে গুরুতর আহত হয় নিরব। পরে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস