images

সারাদেশ

গাজীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম

গাজীপুরের শ্রীপুরের মুলাইদে আগুনে পুড়ে গেছে ১৫ দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় হাজী মোফাজ্জল হোসেন সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সেমিপাকা টিনশেড দোকানের বিভিন্ন মেসিনারিজ, ওয়ার্কশপের মালামাল, একটি পিকআপ, লেড মেশিন, মোটর পার্টস, একটি মুদি দোকান ও অন্যান্য মালামালসহ ১৫টি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/টিবি