জেলা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পিএম
ঈদের আগের রাতে নরসিংদীতে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
বুধবার (১০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলে মারা যান চারজন।
নিহত দুইজন হলেন বাবুল মিয়া (৩৮) ও ফালান মিয়া (৩৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে।
নিহত অপর চারজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জালালপুর গ্রামের হেলাল মিয়া (৩২) ও মজিবুর মিয়া (২৫) এবং সিরাজগঞ্জ শহরের বাগবার এলাকার মীম আক্তার (২০) ও আবু হুরায়রা (৯)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাধবদীর টাটাপাড়ার এমএমকে ডাইংয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত অপর ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জালালপুর গ্রামে যাচ্ছিলেন।
জেবি