জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে হারিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালকসহ দুজনের নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার শীতলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কুমিল্লা থেকে ছেড়ে আসা গ্রাম বাংলা পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাওয়ার সময় সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একইমুখী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ সময় বাসচালক লাফিয়ে বাঁচার চেষ্টা করলেও গুরুতর আহত হয়ে মারা যান। একই সঙ্গে বাসে থাকা আরও এক যাত্রীও মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রাম বাংলা পরিবহনের বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। যাত্রীরা বারবার আপত্তি জানিয়ে চালাককে গতি কমাতে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি।
শেষে সীতাকুণ্ডে এসে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে বাসটির কিছু সিট খুলে বাইরে চলে আসে। এ সময় চালক নিজে গাড়ি থেকে লাফ দিলেও তিনি মারা যান। তা ছাড়া বাসের ভেতরে থাকা আরও এক যাত্রীও মারা যান। তবে নিহত দু’জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধি/ এজে