images

সারাদেশ

নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরীতে একটি ব্যাটারি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফখরুদ্দিন আহমেদ।

তিনি বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি