জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম
মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে দুই শিশু বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো—ওই গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনর ছেলে সোহাগ (১২) ও বরকত মিয়ার ছেলে আবির (১২) বলে জানিয়েছে চিকিৎসকরা।
আহতদের উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনিস্টিউটে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে বলে জানিয়েছে ঘটনা সত্যতা নিশ্চিত করে,মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ এস এম ফেরদৌস।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, বিকেলে আবির ও সোহাগ বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। পরে তারা খেলার ছলে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠলে সেখানে বিদুৎ এর তারে জড়িয়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হয় এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় প্রেরণ করেন।
প্রতিনিধি/একেবি