images

সারাদেশ

গাছের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৪, ০৭:০৮ এএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিদান নামে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন জিদানের বন্ধু জাহিদ। তার অবস্থাও গুরুতর।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের কড়ইবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিদান উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক উত্তরপাড়ার মো. বাতেন মিয়ার ছেলে। 

আহত জাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুজনই ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রাতে দুজন মোটরসাইকেল নিয়ে নবীনগর থেকে বাড়িতে ফিরছিলেন। কড়ইবাড়ী নামক স্থানে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত জাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

প্রতিনিধি/এমআর