images

সারাদেশ

বগুড়ায় মেরিনা মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পিএম

বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণীবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ৬ষ্ঠ তলায় এই আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, মার্কেটটিতে মূলত ইলেক্ট্রনিক্স ও ওষুধের পাইকারি বেচাকেনা হয়ে থাকে। আগুন লাগা ষষ্ঠ তলায় পুরোটা জুড়েই ইলেক্ট্রনিক্স ও ওষুধের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, প্রায় আড়াই ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। পুরো ভবনটি আমরা ঘুরে দেখেছি এখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা হবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এমএইচটি