জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ০৬:১৭ পিএম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও এমপি জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালের সামনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। এসব গড়ে উঠবে কেন? সরকারি হাসপাতাল তৈরিই করা হয়েছে মানুষের চিকিৎসা দেওয়ার জন্য। হাসপাতালের গেটের সামনে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো কী করে? ডায়গনস্টিক সেন্টার তো হাসপাতালের ভিতরেই রয়েছে। সরকারি হাসপাতালের সামনে এবং পাশেই যদি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থাকে, তাহলে হাসপাতালের দরকার কী? এটা সারা বাংলাদেশের চিত্র। চিকিৎসা নিতে মানুষ কোথায় আসবে - হাসপাতালে নাকি ক্লিনিকে। এ জন্যই তো সরকারি হাসপাতালের যন্ত্র ভালো থাকে না, টেস্ট ভালো হয় না।
রোববার (৩১ মার্চ) সকালে মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে, স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসপাতালের সামনের প্রাঙ্গণ দালাল দিয়ে ভরা থাকে। তারা নানান প্রক্রিয়ায় রোগীদের ভুলিয়ে ভালিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়।
আরও পড়ুন: বেতনভাতা বৃদ্ধির দাবিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
এ সময় সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জের সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) বলেন, হাসপাতালের সামনে দালাল চক্রের কেউ থাকলে তাকে গ্রেফতার করে চুরি বা সন্ত্রাসী মামলা দিবেন। এ সরকারি হাসপাতালকে দালালমুক্ত দেখতে চাই। এছাড়া নেতা-কর্মীদেরও দালালদের ধরিয়ে দেওয়ার জন্য বলেন তিনি।
এই সংসদ সদস্য আরও বলেন, আমরা শুনেছি হাসপাতালে সবার উপস্থিতি ঠিক থাকে না। যারা চিকিৎসা নেয় তারাও বলে দুপুরের পরে হাসপাতালে কোনো লোকজন পাওয়া যায় না। আমরা যেন আর এই কথা না শুনি। যদি শুনি তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চিকিৎসাব্যবস্থা সহজলভ্য করতে যা দরকার করব: স্বাস্থ্যমন্ত্রী
সভা শেষে তিনি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন।
এ সময় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কদসহ আ. লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ