জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
মেহেরপুরের গাংনীতে হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে বজলুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। বজলুর রহমান দুর্লভপুর গ্রামের মৃত মুনছার আলীর ছেলে।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
গাংনীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্লভপুর গ্রামে মুনছার আলীর ছেলে কামাল হোসেন অন্য এলাকা থেকে গম কাটার জন্য হারভেস্টার মেশিন আনেন ভাড়ায়। শনিবার দুপুরে হারভেস্টার মেশিন দিয়ে দুর্লভপুর গ্রামের মাঠে তার সহোদর ভাই বজলুর রহমানের জমিতে গম কাটছিল। বজলুর রহমান হারভেস্টার মেশিনের পিছনে পিছনে যাচ্ছিল। হারভেস্টার মেশিনটা গমের জমির এক কোণে পৌঁছালে সেখান থেকে মেশিনটি সোজা করে নেওয়ার জন্য রিভার্স করলে পিছনে থাকা বজলুর রহমান অসাবধানতাবশত হারভেস্টার মেশিনের নিচে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে যাওয়ার পথিমধ্যে বামন্দি এলাকায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
সৌদি আরবে গিয়ে ছেলে নিখোঁজ, সর্বস্বান্ত বাবা-মা
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, হারভেস্টার মেশিনের নিচে পড়ে বজলুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গাংনী থানা পুলিশের একটি টিম রয়েছে। এজাহার দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে।
প্রতিনিধি/ এজে