জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
বরিশাল নগরীর একটি ভবনের ছাদ থেকে তিনটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।
শনিবার (৩০ মার্চ) সকালে বরিশাল-ভোলা সড়কের পাশে বন বিভাগের বাগানে সাপগুলো অবমুক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার দিনগত রাতে বরিশাল নগরীর চৌমাথা এলাকার সুলতান মাহমুদ রিয়াদের মালিকানাধীন প্রফেসর ভিলার ছাদ থেকে সাপগুলো উদ্ধার করা হয়। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব।
বনবিভাগের এ কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে সাপের বাসা দেখতে পায় ভিলার বাসিন্দারা। পরে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হই। এরপর আমরা এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের সহায়তায় তিনটি কালনাগিনী সাপ উদ্ধার করি।
একই দিনে বরিশাল নগরীর সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির একটি চিল উদ্ধার করেছে বন বিভাগ। চিলটি অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।
প্রতিনিধি/ এমইউ