জেলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ০৮:১৭ এএম
টিফিনের টাকা জমিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ শিক্ষার্থী।
বুধবার (২৭ মার্চ) বিকেলে যশোর শহরের চারশ মানুষকে ইফতার ও খাবার বিতরণ করেন তারা।
যশোরের ৫০ শিক্ষার্থী মিলে গড়ে তুলেছেন ‘মানুষের পাশে আমরা’ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন। সংগঠনটির প্রতিপাদ্য ‘সাধ্যের মধ্যে সহানুভূতি, সাধ্যের মধ্যে বন্ধুর হাত’কে সামনে রেখে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় টিফিনের সামান্য টাকা একত্রিত করে প্রথমবার ইফতার বিতরণ এবং একবেলা খাবারের আয়োজন করে সংগঠনটি।
কর্মসূচি উদ্বোধন করেন— প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
সংগঠনের আহকায়ক আদ্রিব জামান বর্ণ বলেন, আপাত দৃষ্টিতে হয়তো কাজটি ছোট কিন্তু আমাদের লক্ষ্য হলো সমাজের সকল মানুষের কাছে ম্যাসেজ পৌঁছে দেওয়া। আমাদের প্রচেষ্টায় একদিন প্রিয় মাতৃভূমির চিত্র পরিবর্তন হবে। আমাদের প্রত্যয় হোক সহানুভূতির। আমরা চেষ্টা করেছি, যতটুকু পেরেছি, করেছি। আমাদের আহ্বান থাকবে, বিভিন্ন সংকট মোকাবেলায় এবং মানুষের অসহায়ত্বের পাশে থাকতে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কাজ করার।
তিনি আরও বলেন, অল্প অল্প করে টিফিনের সঞ্চয় করে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি। সামনে আরও কিছু করার ইচ্ছা রয়েছে।
প্রতিনিধি/টিবি