images

সারাদেশ

কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির হেভিওয়েট ২ নেতা

জেলা প্রতিনিধি

১১ মে ২০২২, ১০:২৮ এএম

দেশের আলোচনায় এখন কুমিল্লা সিটি নির্বাচন। প্রতীক, প্রার্থিতা আর মনোনয়নের দৌড়ের আলোচনা নগরজুড়ে। দলীয় প্রতীক পেতে এখন পর্যন্ত দশ ব্যক্তির নাম গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এদিকে বিগত দুই নির্বাচনে নিজেদের দখলে থাকা কুমিল্লা সিটিতে এবার প্রার্থী দিচ্ছে না বিএনপি। তবে কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির প্রার্থিতা নিয়ে। 

সূত্রমতে, বিএনপি থেকে প্রার্থী না দিলেও এবার মাঠে থাকবেন বিএনপি’র হেভিওয়েট দুই নেতা। বিএনপি সমর্থিত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্রভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রোববার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা নির্বাচন অফিসে মনোয়নপত্র জমা দিয়েছেন। এদিকে একই দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। 

গুঞ্জন চলছে, দুই প্রার্থীর মধ্যে হতে পারে তীব্র ভোটের লড়াই! 

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষিদের ইচ্ছায় নির্বাচনে যাচ্ছি। তারা চাইছে বলে আমাকে নির্বাচনে যেতে হচ্ছে।’ 

অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘নতুন প্রজন্মের নতুন কুমিল্লা-স্লোগান নিয়ে মাঠে নামছি। নির্যাতিত কুমিল্লাবাসীর পক্ষে কথা বলতে আমাকে নির্বাচন করতে হচ্ছে। মানুষ আসলে পরিবর্তন চায়।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া কুমিল্লা সিটিতে এটি তৃতীয় বারের নির্বাচন। এর আগের দুটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু বিজয়ী হয়েছেন। 

এমএস/এইউ