images

সারাদেশ

বাজিতপুরে কিং সালমান সেন্টারের উদ্যোগে ফুড বাস্কেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটি সেন্টারের উদ্যোগে দেশব্যাপি পবিত্র রমজানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ফুড বাস্কেট বিতরণ করা হয়। এর অংশ হিসেবে গত শনিবার কিশোরগঞ্জের বাজিতপুর ইসলামি কমপ্লেক্স প্রাঙ্গণে ফুড বাস্কেট বিতরণে কর্মসূচি পালন করা হয়। 

bajitpur2

২৭ কেজি ওজনের প্রতিটি বাস্কেট সাজানো হয় চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে। প্রায় ৫০০ দরিদ্র ব্যক্তির কাছে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, কৈলাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার এ হাবিব, যুবলীগ নেতা কবীর হোসেন, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আহাদ। 

bajitpur3

অনুষ্ঠান পরিচালনা করেন বাজিতপুর ইসলামি কমপ্লেক্সের সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুস সোবহান। সভায় বক্তাগণ কিং সালমান হিউম্যানিটি সেন্টারকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, দুঃস্থ অসহায় মানুষের সেবা ইসলামের মহান শিক্ষা। এ শিক্ষা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। 

এনএম