জেলা প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম
বরিশাল নগরীর ব্যস্ত সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় রিয়াজ উদ্দিন সুমন (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলে থাকা আরোহী মো. বেল্লাল আহত হয়েছেন। হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রূপাতলী এলাকার র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ উদ্দিন নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
ওসি আরিচুল হক জানান, সুমন ও বেল্লাল মোটরসাইকেলে করে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে আসছিলেন। র্যাব দপ্তরের সামনে তাদের মোটরসাইকেলটি আসলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হলে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরিচুল হক বলেন, ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। নিহত সুমনের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে। নিয়মানুযায়ী তার মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
প্রতিনিধি/টিবি