images

সারাদেশ

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী’র যাত্রা শুরু

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম

নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাজনৈতিক সংগঠন ‘জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী’ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের আলাইপুরে ফ্লেম ক্যাফে এ্যান্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক মো. মহরম আলী।

সংগঠনের প্রতিষ্ঠাতা মররম আলী বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা, সুরক্ষা, প্রবেশগম্যতা, সমন্বিত বিশেষ স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান, কোটা সংরক্ষন, অতিরিক্ত অধিকার সৃষ্টি এবং কিছু বিষয়ে অব্যাহতি প্রদানসহ সামগ্রিক মানবাধিকার নিশ্চিত করন আমাদের লক্ষ্য। বর্তমান সময়ের বিশ্ব পরিস্থিতি এবং ব্যবস্থায়, বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষিত বিবেচনায়, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং উপরোল্লিখিত বিষয়সমূহ আরও এগিয়ে নিতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ‘রাজনৈতিক ক্ষমতায়ন’ এবং ক্ষমতায়িতকরণে একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব সংরক্ষন বা প্রতিযোগীতার সুযোগ সৃষ্টির লক্ষে, বাংলাদেশসহ সারা বিশ্বের অন্যান্য ‘আইডেন্টিটি পলিটিক্স’রর স মতই বাংলাদেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টির বা গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

আরও বলেন, ইন্টারনেট একটি প্রমাণিত অল্টারনেটিভ জগত। হয়তো আমরা এভাবেও বলতে পারি ‘বাংলাদেশের ইন্টারনেট আরও একটি বাংলাদেশ’। আমরা আপাতত শুধুমাত্র ইন্টারনেট বা অনলাইন জগত ব্যবহার করে এই নতুন রাজনৈতিক দলের শুরু করতে চাই।

আমি চেষ্টা করেছি আরও কিছু প্রতিবন্ধী মানুষদের নিয়ে শুরু করতে, কিন্তু ‘ভয়’ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে, আমার বিশ্বাস এবং উদ্যোগটাই এমন যে একা শুরু করাটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ হলেও বিপদজনক নয়। তাই আমি একাই শুরু করেছি। এ সময় সংগঠনের সদস্য মো. রাসেল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে