জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম
পাবনার আমিনপুরের সাগরকান্দির চর কেষ্টুপুরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গর্ভবতী স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
গণধর্ষণে অভিযুক্ত আসামিরা হলেন - চর কেষ্টপুরের গ্রামের মো. শরীফুল (২৪), আনিছ সরদারের ছেলে রাজীব সরদার (২১), শফিক সরদারের ছেলে লালন সরদার (২০) ও মো. শামসুলের ছেলে সিরাজুল (২৩)।
বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস বলেন, আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে মাননীয় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে আদালতের মাধ্যমে কাগজপত্র পাইনি। তবে সেটা পেলে আদালতের মাধ্যমে তাদের রিমান্ড আবেদন করা হবে।
মামলার বাদী ও ভুক্তভোগী নারীর স্বামী বলেন, আমিও শুনেছি যে চারজনকে নাকি কারাগারে পাঠানো হয়েছে। আমি আসামিদের উপযুক্ত শাস্তি চাই। আমরা এখনও নিরাপত্তাহীনতায় আছি। মাঝে মাধ্যে কিছু অচেনা লোক গ্রামে এসে আমার ব্যাপারে খোঁজ-খবর নিয়ে যাচ্ছে। তারা নানান কথা-বার্তা ছড়িয়ে দিয়ে যাচ্ছে।
প্রতিনিধি/ এমইউ