images

সারাদেশ

বান্দরবানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৬ মার্চ ২০২৪, ০২:৩৯ পিএম

বান্দরবা‌ন সদরের লেমু‌ঝি‌ড়ি এলাকায় গাছের সঙ্গে গলায় ফাঁস লাগা‌নো এক যুব‌কের মর‌হদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে বান্দরবানের সদর ইউনিয়নের লেমু‌ঝি‌রি জামাল চৌধুরীর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

নিহতের নাম মো. ইসমাইল (২১)। তিনি লেমু‌ঝি‌রিতে জামাল চৌধুরীর ঘোনা এলাকার বাসিন্দা মো. ইলিয়াসের ছে‌লে।

প‌ু‌লিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের লেমুঝিরি এলাকার বাসিন্দা ইলিয়াসের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি পর পার্শ্ববর্তী আমান চৌধুরীর বাগানে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহুলের নেতৃত্বে পুলিশের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের বাবা ইলিয়াস মো. ইলিয়াস জানান, আমার তিন ছেলের মধ্যে ছোট ছেলেটা মাহিদ্র গাড়ি চালাতো। প্রতিদিনের মত সে রাতে বাড়িতেই ঘুমিয়েছিল। পরে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে গাছের সঙ্গে ঝুলানো আবস্থায় পাওয়া যায়। কেন সে আত্মহত্যা করল বাড়ির কেউ জানে না।

ওসি আব্দুল জলিল জানান, বালাঘাটার লেমুঝিরি এলাকায় গাছের সঙ্গে ঝুলানো একটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি