images

সারাদেশ

জয়পুরহাটে অস্ত্র ও মাদকসহ ৭ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

জয়পুরহাটের জিতারপুর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ তসলিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত তসলিম জিতারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত তসলিম সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। সে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখতো। যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে নিজ এলাকায় সে বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১টি ওয়ান শুটারগান ও নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এজে