images

সারাদেশ

বর্ণমালায় সেজেছে খেজুর গাছ

জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ এএম

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ। গাছের ডালে-ডালে ঝুলে আছে বাংলা বর্ণমালা। ফাগুন হাওয়ায় দুলছে বর্ণমালাগুলো।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহীদ মিনার গেলে চোখে পড়ে এমন দৃশ্য। বাতাসে দুলছে অবিরাম অক্ষরগুলো।

খেজুর গাছের ডালের বিভিন্ন পাতায়-পাতায় সাদা পেপার প্লেটে- অ, আ, ই, ঈ, ক, খ, গ, ঘ বেশিভাগ বর্ণমালা দেখা গেছে।

Lakkhi

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছে লক্ষ্মীপুর পৌরসভা। টানা কয়েকদিন ধরে স্থানীয় শিল্পীরা আলপনা একে রঙের তুলিতে সাজিয়ে তুলছেন শহীদ মিনার প্রঙ্গণ। দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলছেন বর্ণমালা। তেমনিভাবে সৌন্দর্য বাড়ানো জন্য তারা এ ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে।

প্রতিনিধি/এসএস