images

সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩০ এএম

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় লেবু মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিজলের ঘুন্টি মেনাজের চাতালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লেবু মিয়া রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে মেনাজের চাতালে কাছাকাছি পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় লেবু মিয়া।

নিহত লেবু মিয়া কুড়িগ্রাম জেলার খেজুরের তলা পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস