images

সারাদেশ

স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, ৩৭ তরুণ-তরুণী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

কক্সবাজারের পর্যটন জোন কলাতলীর স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেইলিং করাসহ বিভিন্ন অভিযোগে ৩৩ তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পৃথক আরেক অভিযানে কটেজ জোনের একটি অখ্যাত কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ট্যুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল বিচ ওয়ার্ল্ড-এ এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত পাঁচজন নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি বলেন, স্পার আড়ালে নানা অপরাধ সংঘটিত করে অপরাধীরা পর্যটকদের হয়রানি করছে। অন্যদিকে নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। তাই অপরাধীদের ধরতে ট্যুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। 

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

প্রতিনিধি/ এজে