images

সারাদেশ

রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে নিথর রাশেদা

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

নীলফামারীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নে নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। 

রাশেদা বেগম ওই এলাকার মোকলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

পরিবার ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরের দিকে রাইস কুকারে ভাত রান্না করতে যান রাশেদা বেগম। রান্না করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন 

ওসি আরও বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/একেবি