জেলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমুত আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুরমুত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আসেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে হুরমুত আলী মোটরসাইকেল যোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আমঝুপী বিএডিসি ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও এন্ড সিভিল ডিফেন্সের একটি দল হুরমুত আলীকে উদ্ধার করে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে