জেলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ এএম
সিরাজগঞ্জে অনুমোদনহীন ৯ ইটভাটায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পাশাপাশি ৩টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে ও বাকিগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার রায়গঞ্জ উপজেলার আটটি ও তাড়াশ উপজেলার একটি ইটভাটায় এ অভিযান চালায় পরিবেশ অধিদফতর।
জেলা প্রশাসনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে তাড়াশের এসএমবি ব্রিকসকে ৭ লাখ টাকা, রায়গঞ্জের কেএমবি ব্রিকসকে ৭ লাখ টাকা, শিমু অরিন ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা ও এই তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
এছাড়াও রায়গঞ্জের হিরো ব্রিকসকে ৫ লাখ টাকা, উত্তরা এন্টারপ্রাইজকে (কেয়া ব্রিকস) ৫ লাখ টাকা, টিএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা, হাসিনা ব্রিকসকে ৫ লাখ টাকা, আরকেবি ব্রিকসকে ৫ লাখ টাকা, পিংকি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে অনেক ইটভাটা পরিচালিত হচ্ছে। তালিকা অনুযায়ী এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। ইটভাটাগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের পরিদর্শক রুকন মিয়া, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস