জেলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৯ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন।
নিহতরা হলেন— উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের আবুল হোসেন মেকারের স্ত্রী ছকিনা বেগম, কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী রেনু বেগম ও উজিরপুর ইউনিয়নের আবদুল্লাহ গ্রামের মৃত আনু মিয়ার ছেলে আবদুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছকিনা বেগম ও রেনু বেগম উভয়ে চাচাতো বোন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দু’জনে কুমিল্লায় যায়। রাত সাড়ে ৯টায় কুমিল্লা থেকে ফিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী তিশা প্লাটিনাম (ঢাকামেট্রো-ব-১৫-৩৪৭৫) পরিবহনের দ্রুতগামী বাসের ধাক্কায় তারা ছিটকে পড়ে। ঘটনাস্থলে ছকিনা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় রেনু বেগমকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, প্রবাসী ছেলের বিয়ের জন্য মেয়ে দেখে ফেরার পথে উজিরপুর ইউনিয়নের বেলঘর রাস্তার মাথায় সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আবদুর রশিদ গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে রাত আনুমানিক ৮টায় তিনি মারা যান।
ওসি এস এম লোকমান হোসাইন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাস তিশা প্লাটিনাম গাড়িটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
টিবি