জেলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম
চৌগাছায় ইঞ্জিনচালিত ধানমাড়াই মেশিনের নিচে চাপা পড়ে দুই সন্তানের জননী নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দেবীপুর-নারায়ণপুর সড়কের বকসীপুর মাড়ে বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার আঁখি (৪৫) উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত ইউসূফ আলীর মেয়ে এবং মাকাপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, নাছরিন স্বামী-সন্তানসহ বর্তমানে নারায়ণপুরে বাবার বাড়িতে থাকেন। তার স্বামী চৌগাছা শহরে চা’য়ের দোকানি। সোমবার সন্ধ্যার দিকে দেবীপুর বাজার হেটে নারায়ণপুরে বাড়িতে যাচ্ছিলেন তিনি। কিছু দূর যাওয়ার পর দেখতে পান তার মামাতো ভাই নারায়ণপুর গ্রামের জামির হোসেন স্থানীয়ভাবে ইঞ্জিন দিয়ে তৈরি ধানমাড়াই করা মেশিন (ফুকো মেশিন) চালিয়ে বাড়ি যাচ্ছেন। তখন নাসরিন ভাইকে অনুরোধ করেন তাকে ওই গাড়িতে করে নিয়ে যেতে। প্রথমে জামির তাকে গাড়িতে নিতে অস্বীকার করেন। নাসরিনের বারবার অনুরোধে এক পর্যায়ে মেশিন গাড়ির টুলবক্সে বোনকে বসিয়ে নারায়ণপুরের দিকে রওনা দেন। কয়েক’শ ফুট যেতেই স্থানীয় আরকে ব্রিকসের সামনে বকসীপুর তিনরাস্তার মোড় বটতলায় পৌছালে গাড়ি থেকে অসাবধানতায় পড়ে যান নাছরিন। এ সময় ধান মাড়াই মেশিন গাড়িটির চাকা নাছরিনের মুখের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাছরিনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টার দিকে চৌগাছা থানার উপ পরিদর্শক (এএসআই) জাফর আহম্মেদ নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেন। এ এস আই জাফর আহাম্মেদ বলেন, লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। সেখানে সুরাহতল প্রতিবেদন শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে