images

সারাদেশ

হত্যা মামলার আসামি মাহবুব আলম গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

images

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে  মাহবুব আলম (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। 

সোমবার (২৯ জানুয়ারি) সীতাকুণ্ড থানার আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুব উত্তর আকিলপুর গ্রামের শাহ আলম ওরফে মদন আলীর ছেলে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় র‍্যাব। 

র‍্যাব জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মাহবুব আলম তাদের মধ্যে অন্যতম বলে জানিয়েছে র‍্যাব।

প্রতিনিধি/ এমইউ