images

সারাদেশ

লালমনিরহাটে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

জেলা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রলির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে সাপ্টিবাড়ি বাজার এলাকায় মহাসড়ক পার হতে যান ওই বৃদ্ধা। এসময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, ওই নারী ভবঘুরে বা মানসিক প্রতিবন্ধী ছিলেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস